ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ জুলাই ২০২৫ ১২:২৪



যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনবে সরকার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ জুলাই ২০২৫ ১২:২৪

যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনবে সরকার

ছবি: সংগৃহীত

আমেরিকা থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমতি দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, আমেরিকার সাথে ব্যবসা বাড়ানো এবং শুল্ক কমানোর বিষয়ে দরকষাকষির সুবিধায় কিছুটা বেশি দামেই গম কেনা হচ্ছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেড় লাখ টনের মতো সার আমদানি করা, বিভিন্ন টিএসপি, এমওপি এগুলোর ক্রয় অনুমোদন করেছি। ২ দশমিক ৫ মিলিয়ন টন গম আমেরিকা থেকে আনার বিষয়টি অনুমোদন করেছি।’

গম আমদানি করতে আমেরিকার সঙ্গে বাংলাদেশের এমওইউ সই গম আমদানি করতে আমেরিকার সঙ্গে বাংলাদেশের এমওইউ সই

এছাড়া, পহেলা আগস্টের আগেই আমেরিকা থেকে শুল্ক আরোপের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার আশা করা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। 

সালেহউদ্দিন আহমেদ জানান, আগামী সপ্তাহে বাণিজ্য উপদেষ্টা শুল্ক আরোপের বিষয় নিয়ে আলোচনা করতে আবার আমেরিকা যাবেন।

এর আগে গত ২০ জুলাই, গম আমদানি করতে আমেরিকার সঙ্গে সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ। এই সমঝোতা অনুসারে, আগামী পাঁচ বছর প্রতিযোগিতামূলক দামে আমেরিকা থেকে প্রতি বছরে ৭ লাখ মেট্রিক টন উচ্চমানের গম আমদানির কথা রয়েছে।

/এসবি