কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৭ মে ২০২২ ১১:৩৯
ফাইল ছবি
‘টুইটার
কিনে নেওয়ার প্রক্রিয়ায় অস্বচ্ছতার’ অভিযোগে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে
মামলা হয়েছে। মামলায় বিবাদি করা হয়েছে টুইটার কর্তৃপক্ষকেও। টুইটারে বিনিয়োগকারীদের
একটা অংশ এই মামলা করেছে।
গত ২৫ এপ্রিল
চার হাজার ৪০০ কোটি ডলারে প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টুইটার’ কিনে নেওয়ার
ঘোষণা দেন ইলন মাস্ক। কিন্তু এক সপ্তাহ না যেতেই সেই চুক্তি স্থগিত করে দেন ৫০ বছর
বয়সী মাস্ক।
মামলার অভিযোগে
বলা হয়েছে, টেসলার প্রধান ইলন মাস্ক নানাভাবে ক্যালিফোর্নিয়ার করপোরেট আইন লঙ্ঘন করেছেন।
টুইটার কেনার বিষয়ে ‘মিথ্যা বিবৃতি ও বাজারে কারসাজির মাধ্যমে’ ইলন মাস্ক আইন লঙ্ঘন
করেছেন।
টুইটারের
প্রতি শেয়ারের মূল্য ৫৪ ডলার প্রস্তাব করেছিলেন মাস্ক। কিন্তু চুক্তি ঝুলে যাওয়ায় প্রতি
শেয়ারের দাম ২৭ শতাংশ কমে গেছে।
মামলায় অভিযোগ
আনা হয়েছে, ইলন মাস্ক যে টুইটার কিনতে যাচ্ছেন, কিংবা তিনি যে কম্পানির বোর্ড সদস্য হতে
যাচ্ছেন, সে বিষয়টি গোপন করা হয়েছে। আর গোপন করার মধ্য দিয়ে ইলন মাস্ক অর্থনৈতিকভাবে
লাভবান হয়েছেন।
এর আগে ইলন মাস্ক ও টুইটারের বিরুদ্ধে আরেকটি মামলা করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেনশন তহবিল। এ মামলার কারণে টুইটার কেনার প্রচেষ্টায় আইনি জটিলতা তৈরি হয়। মামলায় বলা হয়, ডেলাওয়্যারের আইন অনুযায়ী ২০২৫ সালের আগে মাস্ক টুইটার কেনার চুক্তি সম্পন্ন করতে পারবেন না। কারণ, প্রতিষ্ঠানটি কিনতে টুইটারের আর্থিক উপদেষ্টা মরগান স্টানলি ও প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির মতো অন্য বড় শেয়ারধারীদের সঙ্গে মাস্কের চুক্তি আছে।
ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী,
ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ প্রায় ২৭ হাজার
৩০০ কোটি ডলার। ইলেকট্রিক গাড়ি ‘টেসলা’ তার মূল ব্যবসা। তবে মহাকাশে মোটা অংকের বিনিয়োগ
রয়েছে ৫০ বছর বয়সী মাস্কের।
সূত্র :
বিবিসি
কেএ/