নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০২ জুন ২০২২ ০৬:৪৭



মেসেঞ্জারে নতুন 'কল' ট্যাব যোগ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০২ জুন ২০২২ ০৬:৪৭

মেসেঞ্জারে নতুন 'কল' ট্যাব যোগ হচ্ছে

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে একটি নতুন ফিচার। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহাকারীরা মেসেঞ্জার অ্যাপটির একটি আপডেট ভার্সন দেখতে পাবেন। সেখানে ব্যবহারকারীদের কথা বলার জন্য ‘কল’ ট্যাব যুক্ত থাকছে। অ্যান্ড্রয়েড ও আইওএস এ দুই কম্পানি মিলে এ 'কল' ট্যাব চালু করছে।

আপডেটের পর মেসেঞ্জার অ্যাপের স্ক্রিনে নীচের বারে ‘চ্যাট’, ‘স্টোরি’ ও ‘পিপল’ এর পাশাপাশি কল ট্যাবটিও দেখা যাবে। এটি বড় পরিবর্তন না হলেও নতুন এই ‘কল’ ট্যাবটি ফেসবুক মেসেঞ্জারকে কিছুটা হোয়াটসঅ্যাপের মতো করে তুলেছে।

ফেসবুকের মূল কম্পানি মেটার মতে, মহামারী চলাকালীন ফেসবুক মেসেঞ্জার ভিডিও কল করার জন্য জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে। ২০২০ সালের শুরু থেকে মেসেঞ্জারে ৪০ শতাংশ অডিও ও ভিডিও কল বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী প্রতিদিন ৩০ কোটির বেশি মেসেঞ্জার ব্যবহারকারী অডিও-ভিডিও কল করে থাকেন। এত বিপুল সংখ্যক কল বৃদ্ধির কারণেই মূলত মেসেঞ্জার অ্যাপের হোম স্ক্রিনে এই ‘কল’ ট্যাব যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা।

মেসেঞ্জার হলো পৃথিবীর ১৩০ কোটির বেশি মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। মেসেঞ্জারে যখন নতুন সুবিধা যুক্ত হচ্ছে তখন প্রতিষ্ঠানটির জন্য একটা খারাপ খবরও আছে। বৃহস্পতিবার (২ জুন) এক ফেসবুক পোস্টে নিজের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মেটার চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিল স্যান্ডবার্গ। তিনি এই প্রতিষ্ঠানে টানা ১৪ বছর কাজ করেছেন। সম্প্রতি বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধির হার কমছে মেটার। টিকটকের মতো প্ল্যাটফর্মের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে কম্পানিটি। এসময় প্রতিষ্ঠানের সিওও এর পদত্যাগের ঘটনা আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


জেডএস/টিটি