নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ মে ২০২২ ০২:২৪
বাংলাদেশে আগামী বছর সেবা চালুর লক্ষ্যে
প্রি-অর্ডার গ্রহণ শুরু করেছে ইলন মাস্কের বহুল আলোচিত স্যাটেলাইট ইন্টারনেট
পরিষেবা স্টারলিংক। এরইমধ্যে কোম্পানিটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের
(বিডা) সঙ্গে যোগাযোগ করেছে।
স্টারলিংকের ওয়েবসাইট অনুসারে, বর্তমানে
কোম্পানিটি বাংলাদেশ থেকে মাসিক ৯৯ ডলারে প্রি-অর্ডার গ্রহণ করছে। ইলন মাস্কের
মহাকাশ সংস্থা ও স্টারলিংকের প্রযোজনা প্রতিষ্ঠান স্পেসএক্স'র অফিসিয়াল
টুইটবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স ও স্পেনের কিছু
অংশসহ বিশ্বের ৩২টি দেশে স্টারলিংকের ব্রডব্যান্ড পরিষেবা চালু রয়েছে।
স্টারলিংকের পোস্ট করা মানচিত্রে 'সেবার
আওতাধীন' চিহ্নিত দেশগুলো অবিলম্বে তাদের স্টারলিংক ইনস্টলেশন প্যাকেজ পাবে।
ম্যাপে 'ওয়েটলিস্ট' এবং 'শিগগির আসছে' চিহ্নিত এলাকাও রয়েছে। 'শিগগির আসছে'
চিহ্নিত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, সৌদি আরব, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ।
স্টারলিংকের সাবস্ক্রিপশন নিলে গ্রাহককে একটি
স্যাটেলাইট ডিশ ও রাউটার দেওয়া হবে। এরপর সেগুলো গ্রাহকের বাড়িতে স্থাপন করতে হবে।
বাড়ির কোন জায়গা থেকে ভালো সংকেত পাওয়া যাবে, তা বলে দেবে স্টারলিংকের অ্যাপ।
এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ
কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র সংবাদমাধ্যমকে বলেন,
বিটিআরসির কাছে স্টারলিংক এখনো আসেনি। তারা বিডার মাধ্যমে বাংলাদেশে আসতে চাচ্ছে। স্টারলিংক
বাংলাদেশে আসতে চাইলে সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় রয়েছে।
অবশ্য গেল বছর স্টারলিংক বাংলাদেশে আসার আগ্রহ
প্রকাশ করেছিল বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। তিনি
বলেন, তখন বিষয়টি বিটিআরসিকে জানানো হয়। তবে বিআরটিসি রাজি হয়নি।
সিরাজুল ইসলাম বলেন, আবারও স্টারলিংক আগ্রহ
প্রকাশ করেছে বলে তিনি তার কার্যালয়ের মাধ্যমে জানতে পেরেছেন। তারা বিটিআরসিকে এটি
জানাবেন। বিটিআরসি অনুমোদন দিলেই স্টারলিংক ব্যবসা করতে পারবে।
ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর
সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, নতুন কোনো প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কেউ
আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। কিন্তু তাকে অবশ্যই বিটিআরসির নিয়মনীতি মেনে
আসতে হবে। স্টারলিংক ইতিমধ্যে ৯৯ ডলারে প্রি–অর্ডার নেওয়া শুরু করেছে। অথচ তারা
এখনও অনুমোদন পায়নি।
ইউএইচ/এমআর