নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


৩১ মে ২০২২ ১২:১৯



২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

৩১ মে ২০২২ ১২:১৯

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা ৩০ জুলাই

প্রতীকী ছবি

২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। সেশনজট এড়াতে এবার পরীক্ষার সূচি এক মাস এগিয়ে আনা হয়েছে। গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর এ তথ্য জানিয়েছে।

সোমবার (৩০ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটি ভার্চুয়াল সভা হয়। সেখানে পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয় ১৫০০ টাকা। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জুলাই এবং  মানবিকে হবে ১৩ আগস্ট।

গত শিক্ষাবর্ষে ২৯টি পাবলিক বিশ্ববিদ্যায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর সাধারণ গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০টি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার অংশ নেবে। গত মাসে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হওয়া কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এবার আলাদাভাবেই ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে।

 ইউএইচ/কেএ