নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২১ সেপ্টেম্বর ২০২২ ০৬:৫৫
ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
বাংলাদেশের
নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে ফেরার পথে কপালে চোট পেয়েছেন।
বিকেল সাড়ে
৪টার দিকে ছাদখোলা বাসটি মহাখালী ফ্লাইওভারের উপরে উঠলে সেখানে টাঙানো ব্যানারের একটি
অংশ ঋতুপর্ণার কপালে লাগে। সাথে সাথেই গাড়ি
থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়। সেখানে তার ক্ষতস্থানে তিনটি সেলাই
দেয়া হয়েছে।
বাফুফের
এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফ্লাইওভারে ব্যানারের
কাঠের কোনা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। কপাল থেকে রক্ত ঝরতে থাকে। এরপর গাড়ি
থামিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।’
এনআই/