ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ নভেম্বর ২০২২ ১১:৩১



শারীরিকভাবে দারুণ আছি, মানসিকভাবেও

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ নভেম্বর ২০২২ ১১:৩১

শারীরিকভাবে দারুণ আছি, মানসিকভাবেও

ছবি: সংগৃহীত

কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিল ধারণের জায়গা ছিল না। চেয়ার না পেয়ে অনেকে মাটিতেই বসে পড়েন।  

গত কয়েক দিন ধরেই শিরোনামে লিওনেল মেসি। টানা দুদিন অনুশীলন করেননি আর্জেন্টিনীয় তারকা। তার পরে যে দিন তিনি মাঠে নামলেন, দলের সঙ্গে যোগ না দিয়ে ফিজিওর সঙ্গে একাকী অনুশীলন করেছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম ম্যাচে খেলতে পারবেন না মেসি? কোথায় চোট তার? আর্জেন্টিনা শিবির থেকে স্পষ্ট করে কিছু না জানানোর কারণে রহস্য আরও বেড়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় আর্জেন্টিনার সাংবাদিক বৈঠক শুরু হওয়ার কথা ছিল। আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) সাধারণত ২৪ ঘণ্টা আগেই জানিয়ে দেয়, প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠকে কোচের সঙ্গে ফুটবলার কে আসবেন। সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের আগে আর্জেন্টিনার তরফে সাংবাদিক বৈঠকে কোচ লিওনেল স্কালোনির সঙ্গী কে হবেন তাও জানানো হয়নি। 

এরপর ঠিক ৬টা ১৮ মিনিটে আর্জেন্টিনার ট্র্যাকসুট পরে হাসিমুখে আবির্ভূত হলেন মেসি। যেভাবে জয়ধ্বনি দিলেন সারা বিশ্বের সাংবাদিকরা, মনে হলো যেন ভক্তদের মাঝেই উপস্থিত হয়েছেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। মাথার দুদিকের চুল এতটাই পাতলা করে ছেঁটেছেন মেসি, চামড়া বেরিয়ে পড়েছে। গালের দাড়িও নিখুঁতভাবে ট্রিম করা। নতুন সাজে পঞ্চম বিশ্বকাপে যাত্রা শুরুর অপেক্ষায় তৈরি আর্জেন্টিনীয় কিংবদন্তি।

সাংবাদিক বৈঠকে বসেই বলতে শুরু করলেন, ‘গত কয়েক দিন ধরে আমাকে নিয়ে অনেক রটনা ও আলোচনা হয়েছে। আমার নাকি চোট রয়েছে। এই কারণেই অনুশীলন করিনি। আপনাদের বলতে চাই, আমি শুধু শারীরিক নয়, মানসিকভাবেও এই মুহূর্তে দারুণ জায়গায় রয়েছি। বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার জন্য দারুণ উত্তেজনা অনুভব করছি।

তা হলে অনুশীলন করছিলেন না কেন? হাসতে হাসতে মেসি বললেন, ‘চোটমুক্ত থেকে বিশ্বকাপে খেলার জন্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনুশীলন করিনি। এবারের বিশ্বকাপ একেবারে আলাদা। এর আগে আমরা খেলেছি মৌসুম শেষ হওয়ার পরে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এক মাস সময় পেতাম প্রস্তুতি নেওয়ার। এবার সবকিছুই বদলে গেছে। ফিফার বিরুদ্ধে সরাসরি তোপ না দাগলেও মৌসুমের মাঝখানে বিশ্বকাপ খেলতে হওয়ায় তিনি যে একেবারেই খুশি নন, তা বোঝাতে ভোলেননি। বলেছেন, ‘মৌসুমের মাঝখানে বিশ্বকাপ হওয়ায় প্রস্তুতি নেওয়ার সময়ও অনেক কম পাওয়া গেছে। ক্লাবের খেলা থাকায় মাত্র কয়েক দিন আগেই জাতীয় দলে যোগ দিতে পেরেছি। ফলে প্রত্যেকের জন্যই এই বিশ্বকাপ কঠিন হতে চলেছে। এই কারণেই আরও সতর্ক থাকতে হবে। মেসি যতই দাবি করুন, তিনি সম্পূর্ণ সুস্থ, আর্জেন্টিনা শিবিরে খোঁজ নেওয়ার পরে কিন্তু উঠে আসছে চিন্তিত হওয়ার মতোই তথ্য। গোড়ালি এখনো ফুলে রয়েছে তার। তা নিয়েই সোমবার বিকেলে কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি সেরেছেন।

মেসি কি চোট লুকোচ্ছেন? আর্জেন্টিনার সাংবাদিকদের ব্যাখ্যা, ‘কাতারেই হয়তো শেষ বিশ্বকাপ খেলবেন লিয়ো। যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন হতে চান। প্রয়োজনে চোট নিয়েও মাঠে নামবেন। মেসি নিজেও বললেন, ‘সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। শেষ সুযোগ চ্যাম্পিয়ন হওয়ারও। কোনো অবস্থাতেই তা হাতছাড়া করতে চাই না। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবতেও চাই না এই মুহূর্তে। একই দর্শন ছড়িয়ে দিয়েছেন সতীর্থদের মধ্যেও। বললেন, ‘এই আর্জেন্টিনা দলের অনেকেই প্রথমবার বিশ্বকাপ খেলবে। ওদের বলেছি, পরের বিশ্বকাপে তোমরা যে দলে থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই কাতারেই জীবনের শেষ বিশ্বকাপ খেলছ মনে করো। মাঠে নেমে নিজেদের উজাড় করে দাও।’  

২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের প্রসঙ্গ তুলেছিলেন এক সাংবাদিক। তার প্রশ্ন মাঝপথে থামিয়ে মেসি বলে দিলেন, ‘অতীত নিয়ে আমি বা আমাদের দলের কেউ-ই আগ্রহী নই। আমরা শুধু সামনের দিকে তাকাতে চাই। প্রতিটা ম্যাচেই মাঠে নামব জয়ের লক্ষ্য নিয়ে। পঞ্চম বিশ্বকাপের আগে এ যেন একেবারে বদলে যাওয়া মেসি। সেই লাজুক, নরম প্রকৃতির ও নিজেকে গুটিয়ে রাখা ফুটবলার আর তিনি নন। এই মেসির মধ্যে দিয়েগো ম্যারাডোনার ছায়া দেখা গেল। সেই একই রকম জেদ, হার না মানা মানসিকতা ও সংকল্পে অবিচল থাকার দৃঢ়তা!

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ইউএইচ/এসএল