নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৫:১৪



দ্বাদশ নির্বাচনে সন্ত্রাস-জঙ্গিবাদীদের চিরবিদায় জানাতে হবে: জর্জ এমপি

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৫:১৪

দ্বাদশ নির্বাচনে সন্ত্রাস-জঙ্গিবাদীদের চিরবিদায় জানাতে হবে: জর্জ এমপি

ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন, ‘জামাত-বিএনপি অতীতে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, জ্বালাও পোড়াও করেছে। তারা আবার আগামী নির্বাচনে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পায়তারা করছে। এ নির্বাচনে নারী, পুরুষ সম্মিলিত ভাবে তাদের চিরতরে বিদায় জানাতে হবে।’

তিনি আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুমারখালী পৌর বাস টার্মিনাল চত্বরে এক আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার লক্ষ্যে সমাবেশের আয়োজন করে উপজেলা মহিলা আওয়ামী লীগ।

সমবেত মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘বর্তমান সরকার আপনাদের জন্য বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বয়স্ক ভাতাসহ নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সেগুলো প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বলতে হবে। আগামী দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নারীরা অগ্রণী ভুমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন বলেন, ‘বিএনপি আবার দেশটাকে তলাবিহীন ঝুঁড়ি বানাতে চায়। কিন্তু আমরা তা আর হতে দেব না। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসিয়ে উন্নত বাংলাদেশ গড়ে তুলব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা পারভীন রোজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শারমিন রিমা। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবউন নিসা সবুজ ও সাধারণ সম্পাদক খন্দকার সামস তানিম মুক্তি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালীর সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ প্রমুখ।

জেডএস/