নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৭ নভেম্বর ২০২৩ ১০:৩২



সিরাজগঞ্জে ছাত্রলীগের সবজি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৭ নভেম্বর ২০২৩ ১০:৩২

সিরাজগঞ্জে ছাত্রলীগের সবজি বিতরণ

ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের দেশব্যাপী ন্যায্য মূল্যে সবজি বিতরণের অংশ হিসেবে সিরাজগঞ্জে সবজি বিতরণ করেছে ছাত্রলীগ। সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) জেলা শহরের কাঠের পুলে সবজি বিতরণ করেন পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি আল আমিন খান।

সদর থানার খোকসাবাড়ি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু, পটল, বেগুন, মরিচ, পিয়াজ, মূলা, ফুলকপি, কাঁচ কলা, লালশাক, লাউয়ের সাক, লাউ, পালং শাক, শসা, শিম ক্রয় করে কাঠেরপুলের কাছে নায্য মূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।


আল আমি খান বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে সবজি বিতরণ করছি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিই হলো মানুষের পাশে থাকা। যেকোনো সমস্যায় আমরাই মানুষের পাশে দাঁড়াই। সবজি বিতরণ কর্মসূচি তারই অংশ।

আরকে/