শেখ সাদী খান, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৪ নভেম্বর ২০২৩ ০৭:২৩
ছবি: সংগৃহীত
দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর -১ আসনে নিয়মিত গণসংযোগ করছেন দিনাজপুর
জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু। দীর্ঘদিন ধরেই দিনাজপুর-১ আসনে দলের নেতা-কর্মী
ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক
ছাত্র নেতা আবু হুসাইন বিপু দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশা করছেন।
দিনাজপুর
জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড
ও ইউনিটের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন আবু হুসাইন বিপু। দরিদ্র অসহায় মানুষের
বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি,খেলাধূলা সামগ্রী,
ত্রাণসামগ্রী, নগদ অর্থ সহায়তার পাশাপাশি অনেক পরিবারের শিক্ষিত পরিশ্রমী কর্মঠ সন্তানদের
কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। এছাড়া অনেক অসহায় পঙ্গু মানুষকে স্থায়ীভাবে কর্মসংস্থানের
ব্যবস্থা করেছেন।
আবু
হুসাইন বিপু এক এগারোর সময়ে দলীয় সভাপতি শেখ হাসিনার কারামুক্তির আন্দোলন এবং তার তৎকালীন
শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে আন্দোলনে
সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
২০০৩
সালে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ
করেন আবু হুসাইন বিপু।পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ
সম্পাদক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের
একে একে সহ সম্পাদক এবং সহ-সভাপতি নির্বাচিত হন। ২০১৭ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয়
সমবায় ও কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হন। বর্তমানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের
সদস্য ও বীরগঞ্জ উপজেলা পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছেন।
আগামী
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার বিষয়ে আবু হুসাইন বিপু বেঙ্গলনিউজ
টোয়েন্টিফোরকে বলেন, রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, ছাত্রলীগের রাজনীতি
করার মধ্য দিয়ে আজ আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেছি। দীর্ঘদিন এলাকার মানুষের সুখে-দুঃখে
তাদের দুর্দিনের ক্ষুদ্রতম রাজনৈতিক সেবক হিসেবে পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে
যাচ্ছি। রাজনীতি করা প্রতিটি মানুষের একটা লক্ষ্য-উদ্দেশ্য ও স্বপ্ন থাকে সেটা হল নেতৃত্বের
সর্বোচ্চ স্থানে পৌঁছানো। সেই স্বপ্নের সোপানের শেষ প্রান্তে পৌঁছাতে হলে একটা দায়িত্বের
প্রয়োজন পড়ে, যেটার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার
বাংলা বাস্তবায়ন করা সম্ভবপর হবে।
আবু
হুসাইন বিপু জানান, স্বাধীনতার পর থেকে দিনাজপুর-১ সংসদীয় আসনে বাহির এলাকার মানুষ
এসে নির্বাচন করে জনপ্রতিনিধি হয়। স্থানীয় কোন জনপ্রতিনিধি পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে
পারেনি। যেটা আমার নিবাচনী এলাকার মানুষের জন্য দুর্ভাগ্য। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে
যুক্ত আছি, তৃণমূল মানুষ প্রত্যাশা করে স্থানীয় মানুষ হিসেবে তারা আমাকে সংসদ সদস্য
হিসেবে দেখতে চায়। তাদের এই চাওয়াকে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা
করছি।
দল
থেকে মনোনয়ন পেলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কী পরিকল্পনা করছেন এমন প্রশ্নের
জবাবে আবু হুসাইন বিপু বলেন, মনোনয়ন পাওয়ার পর বিজয়ী হতে পারলে জনগণের সেবক হিসেবে
যেন সেই সেবাগুলো পৌঁছে দিতে পারি এটাই হবে গৌণ এবং মুখ্য কাজ। তরুণ প্রজন্মের জনপ্রতিনিধি
হিসেবে দায়িত্ব থাকবে অনৈতিক কর্মকাণ্ড চিরতরে
বন্ধ করা। সমাজের রন্ধে রন্ধে দুর্নীতির যে বিস্তার তা সমূলে মূলোৎপাটন করাও হবে অন্যতম
গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আবু
হুসাইন বিপু আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের খোঁজ রাখেন, বাংলাদেশকে
নিয়ে চিন্তা করেন। আগামী জাতীয় নির্বাচনে তৃণমুল মানুষের যে প্রত্যাশা সেটা শেখ হাসিনার
দ্বারা পূর্ণ হবে। সরকারের যে ঘোষণা ছিল গ্রাম হবে শহর সেটার আরও বাস্তবায়ন ঘটবে স্মার্ট
বাংলাদেশে দিনাজপুর-১ সংসদীয় আসনে নতুন নেতৃত্বের মাধ্যমে।
দল
থেকে মনোনয়ন না পেলেও সাধারণ মানুষের জন্য যে কাজ করে চলেছেন, সেটা অব্যাহত রাখবেন
বলেও জানান তিনি।
এসএসকে/এমএইচ