ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ নভেম্বর ২০২৩ ০৮:০৮
ছবি: সংগৃহীত
আহমেদাবাদের
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার (১৯ নভেম্বর) ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে
পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ভারতজুড়ে এই মুহূর্ত বিশ্বকাপের উত্তেজনা। আর এই উত্তেজনায়
একটু বিতর্কের পারদ চড়ালেন তেলেগু অভিনেত্রী রেখা বোজ। তা হলো- ভারত এবার বিশ্বকাপ
জিতলে নাকি তিনি নগ্ন হয়ে দাঁড়াবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে। এমনটিই জানিয়েছে
ভারতীয় সংবাদমাধ্যম।
২০১১
সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। সেই সময় এ রকমই মন্তব্য করেন
বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। তিনি সেই সময় বলেছিলেন ভারত জিতলেই নাকি তিনি নগ্ন হবেন।
ভারত সে বছর বিশ্বকাপ জেতে। তবে নিজের দেয়া কথা রাখেননি পুনম।
এবার
সোশ্যাল মিডিয়ায় এমনই এক চাঞ্চল্যকর পোস্ট করে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন তেলেগু
অভিনেত্রী রেখা বোজ। আর এমন মন্তব্যের পর থেকে ট্রোলড হতে শুরু করেছেন তিনি।
নেটিজেনদের
কেউ লিখেছেন, ‘নোংরা মানসিকতা। এগুলো সবই প্রচারের আলোয় থাকার ফিকির।’ কেউ মন্তব্য
করেছেন, ‘যদি আপনি এমনটা করেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব।’ কেউ আবার লেখেন, ‘আপনি
এমনটা করলে লোকে আপনার গায়ে পাথর ছুড়বে।’
এমএইচ/