কন্টেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৫ এপ্রিল ২০২২ ০১:১৮



এক যুগ পর মনিবের কোলে যয়ই

কন্টেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৫ এপ্রিল ২০২২ ০১:১৮

এক যুগ পর মনিবের কোলে যয়ই

ছবি : বিবিসি

যয়ইর বয়স তখন সবে এক বছর। সালটা ২০১০। ক্যালিফোর্নিয়ার লাফায়েতে মনিবের বাড়িতে ভালোই দিন কাটছিল তার। হঠাৎই সে লাপাত্তা, অনেক খোঁজাখুজির পরও হদিস মিলছিল। এরপর কেটে গেছে এক যুগ। মনিব মিশেলের মনে যয়ই এতোটাই দাগ কেটেছিল যে তার কথা মনে হলেই ভীষণ কষ্ট লাগে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় প্রিয় কুকুরকে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন মিশেল।

তবে একটি ফোন কলেই বদলে গেল দৃশ্যপট। ও প্রান্ত থেকে জানানো হলো, যয়ইকে পাওয়া গেছে। এ কথা শুনে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না মিশেল।

ফোনটি এসেছিল প্রাণী সম্পদ অফিস থেকে। সেখানকার কর্মকর্তা ব্র্যান্ডন লেভিন বলছিলেন, যয়ইর শরীরে থাকা মাইক্রোচিপ পরীক্ষা করে তাকে সনাক্ত করা হয়েছে। ওই মাইক্রোচিপ থেকেই মিশেলের মোবাইল নম্বর পাওয়া গেছে।

মিশেল বলছিলেন, ‘এভাবে তাকে ফিরে পাব তা আমি কল্পনাই করিনি। আমি খুবই আনন্দিত হয়েছি।’

আইনি সহায়তাদাতা প্রতিষ্ঠান স্যান ওয়াকিন কাউন্টি শেরিফ’স অফিস জানিয়েছে, যয়ই দীর্ঘদিন নিখোঁজ ছিল। এ কারণে তাকে মৃত হিসেবে নথিবদ্ধ করেছিল মাইক্রোচিপ সেবাদাতা কোম্পানি।

ক্যালিফোর্নিয়ার শহর স্টোকটনের অদূরে গ্রামীণ এলাকায় একটি গাড়ি থেকে যয়ইকে ফেলে দিতে দেখেছিলেন এক ব্যক্তি। তখন কুকুরটিকে বয়স্ক ও অসুস্থ দেখায় ওই ব্যক্তি ফোন দেন পুলিশের কাছে। এরপর যয়ইকে সনাক্তের জন্য প্রাণী সম্পদ অফিসে নেওয়া হয়েছিল।

যয়ইকে যেখানে পাওয়া গেছে, সেখান থেকে নিখোঁজ হওয়া স্থান লাফায়েতের দূরত্ব প্রায় ৬০ মাইল। তাকে কাছে পেয়ে স্মৃতিচারণ করছিলেন মিশেল। তার কথায়, ‘খোঁয়ার থেকে যখন যয়ই ও তার জমজ বোনকে বাড়িতে নিয়ে আসি, তখন ওদের বয়স মাত্র ছয় মাস। ছয় মাস থাকার পর হঠাৎই যয়ই নিখোঁজ হয়েছিল। যে দোকান থেকে নিখোঁজ হয়, সেখানে ২০ মিনিট পরে গিয়ে অনেক খুঁজেছি। যাই হোক ওকে ফিরে পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত; আমি ওর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’