ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৭ নভেম্বর ২০২৪ ০৯:৩২
ছবি: সংগূহীত
বুধবার (২৭ নভেম্বর) নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহর সঙ্গে এক নারীর মেসেঞ্জার কথপোকথনের স্ক্রিনশট ফাঁস হয়েছে। ফাঁস করেন মাহমুদ রেজওয়ান নামের এক ব্যক্তি।
বেঙ্গলি এক্সপোজ ইউনিভার্স নামের একটি ফেসবুক গ্রুপে স্ক্রিনশটগুলো ফাঁস করেন মাহমুদ রেজওয়ান। পোস্টটিতে মাহমুদ রেজওয়ান ওই নারীকে নিজের প্রেমিকা দাবী করে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। সেখানে তার প্রেমিকার সঙ্গে বান্নাহর কথপোকথন ও নগ্ন ছবি আদানপ্রদানের স্ক্রিনশটও প্রকাশ করেন।
মাহমুদ রেজওয়ান তার পোস্টে লেখেন, ‘আজকে আমার জীবনের সবচেয়ে জঘণ্য সময়। পুরা ফ্যামিলির অবাধ্য হয়ে আমি একটা মানুষকে নিজের পুরোটা দিয়ে বিশ্বাস করে আসছি ৩ টা বছর। যখন আমাদের দুই জনের ফ্যামিলি মেনে নিয়েছে আমাদের সম্পর্ক তার মধ্যে এই বান্নাহ তার লাইফে আসছে ! ও (প্রেমিকা) ফ্যাশন নিয়ে পড়াশোনা করে তার পাশাপাশি কাজ করে কস্টিউম ডিজাইন নিয়ে। কাজের মাধ্যমে বান্নার সঙ্গে পরিচয়। সারাজীবন শুনে আসছি যারা মিডিয়াতে কাজ করে ওদের ব্যক্তিত্ব খারাপ হয় আমি হাতেনাতে প্রমাণ পেলাম।’
মাহমুদ রেজওয়ান আরও লেখেন, ‘কে আমি এগুলো নিয়ে অসংখ্যবার হাতেনাতে
ধরেছি কিন্তু আজকে আমি আর পারলাম না এগুলা নিজের ভিতর রাখতে। আমার কাছে ওর আর বান্নাহর
অনেক আপত্তিকর ছবি ও ভিডিও আছে আমি এগুলো সবগুলো ড্রাইভে করে আপলোড করব।'
ফাঁসকৃত স্ক্রিনশটে দেখা যায়, বান্নাহ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে তার প্রেমিককে ফাঁকি দিতে উৎসাহিত করছেন। দুজনের মধ্যে যৌন সম্পর্কের নানা বর্ণনাও আছে স্ক্রিনশটগুলোতে।
/এসবি