ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৯ নভেম্বর ২০২৪ ১২:৩৮
ছবি: সংগৃহীত
বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা দিয়ে অন্য ভারতীয় চিকিৎসকদেরও একই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন কলকাতার একজন চিকিৎসক। তার এ আহ্বানে সমর্থন জানিয়েছেন খ্যাতিমান চিকিৎসকরাও। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক ফেসবুক পোস্টে ওই চিকিৎসক এ আহ্বান জানান।
বুয়েটের প্রবেশদ্বারের রাস্তায় ভারতীয় পতাকার আর্টওয়ার্কের একটি
ছবি শেয়ার করে কলকাতার একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল সাহা বৃহস্পতিবার
এক ফেসবুক পোস্টে লিখেছেন, 'বুয়েট ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে
রাখা! চেম্বারে আপাতত বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা
করব দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্যরাও তাই করবেন।'
পোস্টটিতে ১২ ঘন্টায় ৮০৫টি রিয়্যাকশন এবং ৬৭৮টি শেয়ার হয়েছে। অনেকেই কমেন্ট করেছেন।
একাধিক ব্যক্তি ছবিটিকে ফেইক বলে মন্তব্য করেছেন। ছবিটি ফেইক কিনা তা নিশ্চিত হতে পারেনি বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর। তবে বুয়েটের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী জানান, ছবিটা আসল এবং তাদের একাধিক শিক্ষার্থী গ্রুপে ছবিটি নিয়ে আলোচনা চলছে।
কলকতার একাধিক সূত্র বেঙ্গল নিউজকে জানায়, চিকিৎসক ইন্দ্রনীল সাহার
বাংলাদেশী রোগী না দেখার আহ্বানে সাড়া দিচ্ছেন অন্য চিকিৎসকরা।
কলকাতার খ্যাতিমান চিকিৎসক নারায়ণ ব্যানার্জী পোস্টটি শেয়ার দিয়ে
লিখেছন- একমত তাই শেয়ার করলাম।
নারায়ণ ব্যানার্জীর পোস্টটিতে এগারো ঘন্টায় তিন হাজার সাতশ রিয়্যাকশ, ৮ শতাধিক কমেন্ট ও ৩৬০টি শেয়ার হয়েছে। নারায়ণ ব্যানার্জীর পোস্টে কমেন্টে চিকিৎসক সুদীপ্ত মল্লিক লিখেছেন, ‘ডাক্তার হিসেবে হয়তো অনুচিত কিন্তু মানুষ হিসেবে অবশ্যই উচিত। অনেক ধন্যবাদ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য।’
মলয় কুণ্ডু নামের একজন লিখেছেন, ‘দারুণ ব্যাপার না, রোগ হলে ভারতে চিকিৎসা করাবে, যাবতীয় সাহায্য ভারত থেকে যাবে। আর এরা পদে পদে ভারতে অপমান করতে ছাড়বে না। যাই কারণ হোক সংখ্যালঘুদের উপরে অত্যাচার করবে। আর কতদিন চলবে এইসব? আমার মনে হয় এবার কড়া ব্যবস্থা নেওয়া দরকার। আপনার সিদ্ধান্ত খুব ভাল লাগলো। অন্যদের বলুন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমাদের দেশের সরকারকে অনুরোধ করছি এবার একটা ব্যবস্থা দয়া করে নিন।’
/এসবি