কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


৩১ মে ২০২২ ০১:২৩



‘বায়ার্নে আমার গল্প শেষ’

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

৩১ মে ২০২২ ০১:২৩

‘বায়ার্নে আমার গল্প শেষ’

ফাইল ছবি

বায়ার্ন মিউনিখের সঙ্গে আর এক বছরের চুক্তি আছে রবার্ট লেভানদোভস্কির। তবে ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই তিনি। সেজন্য পোলিশ স্ট্রাইকার জার্মান ক্লাবটিতে আর খেলতে চান না। লেভা বলেছেন, ‘আমি বায়ার্নে আর খেলতে চাই না। দল বদলই তাই সেরা সমাধান। আশা করছি, তারা আমাকে আটকাবে না।’

আগামী সপ্তাহে শুরু হবে নেশনস লিগ। তার জন্য পোল্যান্ড দলের হয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘একটা বিষয় স্পষ্ট হয়ে যাওয়া ভালো। আমার সঙ্গে বায়ার্নের সব গল্প শেষ হয়ে গেছে। গত কয়েক মাসে যা হয়েছে, তার পরে কল্পনাও করতে পারি না যে নতুন মৌসুমে ওই দলের হয়ে খেলব। এখন ভালোয়-ভালোয় দলবদলটা হয়ে গেলে তা দুপক্ষের জন্য ভালো হবে।

গেল মৌসুমের শেষ দিকে লেভানদোভস্কি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বায়ার্ন ছাড়তে চলেছেন। তবে সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিংবদন্তি গোলকিপার অলিভার কান। তার দাবি ছিল, লেভানদোভস্কির মতো ফুটবলারকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।

এর দিন কয়েক পর জার্মান সংবাদমাধ্যমে খবর আসে, নতুন চুক্তি নিয়ে তার সঙ্গে মনোমালিন্য হয় বায়ার্ন কর্তাদের। ৩৩ বছরের তারকা ক্লাবের কিছু কর্মকর্তার আচরণে খুশি হতে পারেননি। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই মৌসুম শেষ হলেই বায়ার্নের সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলবেন। অনেক চেষ্টা করেও তাকে নিজের সিদ্ধান্ত থেকে ফেরানো যায়নি।

চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকতেও লেভা কেন বায়ার্ন ছাড়তে চান? এই প্রশ্নের উত্তর মিলবে তার এজেন্ট পিনি জাহাভির কথায়। চলতি মাসের শুরুতে জাহাভি বায়ার্নকে সতর্ক করে বলেছেন, ‘হ্যাঁ, আরও এক বছর তারা চাইলে লেভাকে রাখতে পারবে। সত্যি বলতে তার চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু আমি তাদের সেটি করার কথা বলব না।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সিভি/কেএ