কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ মে ২০২২ ০৭:১৭



সর্বোচ্চ পারিশ্রমিকে পিএসজিতেই থাকছেন এমবাপ্পে

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ মে ২০২২ ০৭:১৭

সর্বোচ্চ পারিশ্রমিকে পিএসজিতেই থাকছেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদ সমর্থকদের হতাশ করে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তে আরো তিন বছর থাকার ঘোষণা দিলেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে শনিবার লিগ ওয়ানে মেটজের বিপক্ষে ম্যাচের আগে, পার্ক দ্য প্রিন্সেসে ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি, ২০২৫ লেখা জার্সি এমবাপ্পের হাতে তুলে দিয়ে বিশ্বকে জানিয়ে দেন ঘরের ছেলে ঘরেই থাকছে।

ক্লাবের সাথে এমবাপ্পের আগের চুক্তির মেয়াদ আছে ৩০ জুন পর্যন্ত। বার বার চেষ্টা করেও এতোদিন চুক্তি নবায়নে রাজি করাতে না পারায় এবং রিয়ালের প্রতি এমবাপ্পের আগ্রহের কারনে গুঞ্জন উঠেছিল প্যারিসের ক্লাবটিকে বিদায় জানিয়ে ফ্রি এজেন্ট হিসেবে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন কিলিয়ান। তবে শেষ পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ বেতনে পিএসজিতেই থাকার ঘোষণা দিলেন সময়ের অন্যতম সেরা তারকা। এমবাপ্পে বাৎসরিক বেতন পাবেন ৫২ মিলিয়ন পাউন্ড যা ৫৭২ কোটি টাকার সমান। ফলে এখন মেসি-নেইমারকে ছাপিয়ে এমবাপ্পে হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার। বেতন ছাড়াও বিভিন্ন বোনাস ও ইমেজ রাইটস থেকে উপার্জন তো থাকছেই। এসবের সাথে আরো আছে সাইনিং বোনাস হিসেবে ১০০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ১হাজার ৯৩কোটি টাকা।

এদিকে সব কিছু গুছিয়ে এনেও এমবাপ্পেকে না পেয়ে ক্ষেপেছে রিয়াল মাদ্রিদ। তারা পিএসজির বিপক্ষে আইনি পদক্ষেপ নেয়ারও হুমকি দিয়েছে। রিয়াল মাদ্রিদের অভিযোগ ফাইনান্সিয়াল ফেয়ার প্লে রুলস ভেঙেছে পিএসজি।  এক বিবৃতিতে রিয়াল বলেছে, ‘একজন খেলোয়াড়ের সাথে একটি ক্লাব যখন চুক্তির আয়োজন প্রায় শেষ করে এনেছে তখন তাকে অধিক অর্থের লোভ দেখিয়ে পিএসজির মতো ক্লাব স্ক্যান্ডাল তৈরি করেছে। অগ্রহণযোগ্য পারিশ্রমিক ধরছে। উয়েফা ও ফ্রান্সের ইকোনোমিক রুলসের লঙ্ঘণ করছে।’

তবে এসব নিয়ে এখন আর ভাবছেনা পিএসজি। এমবাপ্পেকে ক্লাবে ধরে রাখতে পারায় লিগ ওয়ান জয়ের আনন্দকেও যেন ছাপিয়ে গেছে। এমবাপ্পেও জানিয়েছে পিএসজিতে থাকতে পেরে তার খুশির কথা।

টাকা ছাড়াও আরো কয়েকটি বিষয় এমবাপ্পেকে পিএসজিতে চু্ক্তি নবায়ন করতে উৎসাহ যুগিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ ক্লাবের খেলোয়াড়, কোচ সহ সকল বিষয়ে কিলিয়ানের মতামতের প্রধান্য দেয়া। আরেকটি বিষয়ও পিএসজিতে থেকে যেতে প্রভাবক হিসেবে কাজ করেছে আর তা হলো মেসির সাথে খেলা। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের রিপোর্টে উঠে এসেছে বিষয়টি।

আর নতুন চুক্তিতে যেন আরো উজ্জীবিত হয়েছে এমবাপ্পে। তিন বছরের জন্য থাকার ঘোষণা দেয়ার দিনেই হ্যাটট্রিক করে পিএসজিকে বড় জয় উপহার দিয়েছে এমবাপ্পে। পিএসজি এদিন মেটজকে হারিয়েছে ৫-০ ব্যবধানে।