কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ মে ২০২২ ০৪:১৭



শেষমেশ মাদ্রিদেই এমবাপ্পে!

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ মে ২০২২ ০৪:১৭

শেষমেশ মাদ্রিদেই এমবাপ্পে!

ফাইল ছবি

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে কেনার জন্য দীর্ঘ দিন ধরেই ঘুর ঘুর করছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বিশ্বের অন্যতম সফল এই ক্লাবে টাকার অভাব নেই, কমতি নেই খ্যাতিরও। ফলে এমন ক্লাব থেকে এমবাপ্পেকে দূরে রাখা আর সম্ভব হলো না ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)।

স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গিয়েম বালাগের প্রতিবেদন বলছে, আগামী  দুই  সপ্তাহের  মধ্যেই  এই  ফরাসি তারকা বর্তমান ঠিকানা ছেড়ে  রিয়াল মাদ্রিদে যাওয়ার ঘোষণা দেবেন।

এমবাপের রিয়ালে যাওয়ার বিষয়ে গুঞ্জন শুরু হয় ২০১৭ সালে। শুরুতে অবশ্য বিষয়টা নিয়ে এতো শোরগোল হয়নি। কারণ পরের বছরেই এমবাপে প্যারিসের ক্লাবটির  সঙ্গে চুক্তি পাকাপোক্ত  করেন ।

এরপর  থেকে  মাঝেমধ্যেই  বিভিন্ন  মাধ্যম থেকে এসেছে উড়ো খবর। গত  মৌসুমের  শেষের দিকে  পুরনো  এসব  গুঞ্জন বাস্তব রূপ  নিতে দেখা যায়। এই ফরাসি  ফুটবলারকে পেতে রীতিমতো  উঠেপড়ে লাগে রিয়াল। ফ্রান্সের  বিশ্বকাপ  জয়ী এই  ফরোয়ার্ডও  তখন  শৈশবের  প্রিয়  ক্লাবে যেতে উন্মুখ ছিলেন। কিন্তু সেসময় পিএসজি  তাকে ছাড়তে কোনোভাবেই রাজি  ছিলো না। স্পেনের সফলতম  দলটি  সবোর্চ্চ  ট্রান্সফার ফি দিতে প্রস্তুত থাকলেও  তা মন  বদলাতে পারেনি পিএসজি কর্মকর্তাদের।

আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে এমবাপের। গত ১ জানুয়ারি থেকেই অবশ্য এমবাপে হয়ে গেছেন ফ্রি এজেন্ট। জার্মান সংবাদমাধ্যম বিল্ড অবশ্য ওই মাসেই জানিয়েছিল যে  রিয়ালের  সঙ্গে  চুক্তি  হয়ে  গেছে  এমবাপের। তখন  কেবল  আনুষ্ঠানিক ঘোষণা  আসতেই  বাকি  ছিলো।  

তবে তাদের সেই প্রতিবেদনের সত্যতা কতটুকু ছিল, তা নিয়ে নানারকম প্রশ্ন জাগতে শুরু করে পরের  কয়েক মাসে। পরের মাসে এমবাপে নিজেই জানান, সবই উড়ো খবর। তবে ফরাসি গণমাধ্যমগুলো এপ্রিলের শুরুতে এমবাপের মন বদলের আভাস দেয়। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড নিজেও বলেন, প্যারিসে বেশ ভালো আছেন তিনি এবং এখানে থেকে যাওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি। একই মাসে (এপ্রিল)  সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, রিয়ালের সঙ্গে সমঝোতায় পৌঁছে গেছেন এমবাপে।

বিবিসির এবারের প্রতিবেদন বলছে, এমবাপেকে সাইনিং ফি হিসেবে ১৫ কোটি ইউরো দিতে প্রস্তুত ছিল পিএসজি। তবে আগামী কিছুদিনের মধ্যেই এমবাপে তার সিদ্ধান্ত চূড়ান্ত করবেন বলে আশাবাদী লা  লিগা চ্যাম্পিয়নরা।

আগামী মাসের শুরুতেই নেশন্স লিগে খেলতে জাতীয় দলে যোগ দেবেন এমবাপে। রিয়ালের ধারণা, তার  আগেই এ নিয়ে ধোয়াঁশা কেটে  যাবে। বালাগের প্রতিবেদনেও এমনটা উঠে এসেছে।

জেডএস/এএল