মির্জাপুর(টাঙ্গাইল) সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ সেপ্টেম্বর ২০২২ ০৯:০৬
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার
আহ্বায়ক সুরঞ্জন শেঠ তাপসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সম্মিলিত
সামাজিক আন্দোলন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক শক্তিপদ ঘোষ, উপজেলা আওয়ামী
লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নন্দ দুলাল গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য
পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সেন লালু, সাধারণ সম্পাদক নিরঞ্জন
পাল, পূজা উদযাপন পরিষদ মির্জাপুর শাখার সাবেক সহসভাপতি সুনীল চন্দ্র বর্মণ, সাধারণ
সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর, যুগ্ম সম্পাদক বিকাশ গোস্বামী, উয়ার্শী ইউনিয়ন সভাপতি
পরেশ কর্মকার প্রমুখ।
এর আগে সকাল ১০টায় নবনির্বাচিত
আহ্বায়ক কমিটির নেতারা মুক্তির মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জেবি/