সাভার সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৫ অক্টোবর ২০২২ ০৯:২৯
সংগৃহীত
ঢাকার সাভারে জাতীয়
স্মৃতিসৌধে বেড়াতে গিয়ে মাথায় গাছ পড়ে মো. সায়মুন (৩০) নামে এক যুবকের মৃত্যু
হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার নিউরোসায়েন্স
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। মঙ্গলবার বিকালে স্মৃতিসৌধ
প্রাঙ্গণের সিগনেচার পয়েন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।
জাতীয় স্মৃতিসৌধের
দায়িত্বে থাকা সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহত নারীকে
গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে
তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সাভার জাতীয়
স্মৃতিসৌধের নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার
মিজানুর রহমান বলেন, ‘সিগনেচার পয়েন্টের পাশে থাকা সারিবদ্ধ বড় বড় গাছের নিচে
বসে ছিলেন দুই দর্শনার্থী। এসময় গাছটি হঠাৎ তাদের মাথার ওপর পড়ে যায়। ধারণা করা
হচ্ছে, মাটি নরম থাকায় গাছটি নিচ থেকে উপড়ে পড়েছে।
জেবি/