মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৯ অক্টোবর ২০২২ ০৯:৩৪



মির্জাপুরে বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৯ অক্টোবর ২০২২ ০৯:৩৪

মির্জাপুরে বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবন চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।

সরকার ভয়ের চাদরে মুড়িয়ে দেশ চালাচ্ছে মন্তব্য করে আহমেদ আজম খান বলেন, ‘দেশে গণতন্ত্র ও মানবাধিকার নেই। রক্তের সাগর পাড়ি দিয়ে হলেও এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। হাসিনার অধীনে আর কোনও নির্বাচন বিএনপি করবে না। নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে আর কোনও নির্বাচন হতে দেওয়া হবে না।’

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফাতমো আজাদের সভাপতিত্বে ও অ্যাডভোটেক আব্দুর রউওফের পরিচালনায় আরও বক্তৃতা করেন, কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, বেনজির আহমেদ টিটু, বিএনপি নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, দিপু হায়দার খান, আতাউর রহমান জিন্না, উপজেলা বিএনপি নেতা হযরত আলী মিয়া, সালাহ উদ্দিন আরিফ, ডিএম ফরিদ, এসএম মহসীন, জাতীয় পার্টির আবুল কাশেম ও আশরাফ উদ্দিন প্রমুখ। 

এর আগে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলন স্থলে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সম্মেলনে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী উপজেলা সভাপতি ও সালাহ আরিফকে সাধারণ সম্পাদক, হযরত আলী মিয়াকে পৌর সভাপতি এবং এসএম মহসীনকে সাধারণ সদস্য  নির্বাচিত করা হয়েছে

জেবি/