সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ সেপ্টেম্বর ২০২২ ০৬:০৯



মানিকগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে ট্রলারে আগুন

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ সেপ্টেম্বর ২০২২ ০৬:০৯

মানিকগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে ট্রলারে আগুন

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে দাবিকৃত চাঁদা না পেয়ে পাটখড়ি বোঝাই একটি ট্রলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহাদুরপুর বাজার এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালী নৌ-পুলিশের ইনচার্জ এস আই শহিদুল ইসলাম আগুনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘চাঁদাবাজির বিষয়টা আমার জানা নেই।’

হরিরামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শফিকুল ইসলাম বলেন, ‘সকাল পৌঁনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি পাট ও পাটখড়ি বোঝাই একটি ট্রলারে আগুন জ্বলছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’

ট্রলারে থাকা রাজবাড়ি সদর ও পাংশা উপজেলার কয়েকজন শ্রমিক ও মাঝি জানায়, আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তারা রাজবাড়ির থেকে পাঁচটি ট্রলারে করে পাটখড়ি নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরের উদ্দেশে যাচ্ছিলেন। তারা হরিরামপুর উপজেলার বাহাদুরপুর ঘাটে পৌঁছালে বাহাদুরপুর বাজার থেকে ৩টা ট্রলারে করে ৯-১০ জনের একটি দল এসে তাদের কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। তারা ২২০০ টাকা চাঁদা দিলে দুর্বৃত্তরা রেগে যায়। পরে তারা মাঝি আক্কাসকে মারধোর করে এবং গ্যাসলাইটার দিয়ে পাটখড়িতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।  পরে তারা ট্রলারটি দ্রুত তীরে ভিড়িয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে হরিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রলারের শ্রমিক সাদ্দাম হোসেন বলেন, অগ্নিকাণ্ডে তাদের মালামাল ও ট্রলার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ট্রলারের মাঝি আক্কাস বলেন, ‘৯-১০ জনের একটি দল পদ্মায় চলাচলকারী ট্রলার ও বলগেট থেকে নিয়মিত চাঁদা আদায় করে। টাকা না দিলে মারধোর করে। আমরা তাই বাধ্য হয়েই তাদের চাঁদা দেই।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

চাঁদাবাজির বিষয়ে  বলেন, ‘অপরাধীদের ধরতে ‘নৌ পুলিশের সাথে আমরা বেশ কয়েকবার যৌথ অভিযান পরিচালনা করেছি। এ অভিযান আরো বাড়ানো হবে।’

জেবি/