কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৩ জুন ২০২২ ১২:২৮



আলুর মান-ফলন বাড়াচ্ছে নতুন দুই প্রযুক্তি

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৩ জুন ২০২২ ১২:২৮

আলুর মান-ফলন বাড়াচ্ছে নতুন দুই প্রযুক্তি

প্রতীকী ছবি

নতুন নতুন কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের জন্য বেশ পরিচিত ব্রিটিশ কম্পানি ‘বি-হাইভ ইনোভেশনস’। প্রতিষ্ঠানটি আলুর গুণগতমানসহ ফলন বাড়াতে ক্যামেরা ও সেন্সরভিত্তিক প্রযুক্তি বিকাশে কাজ করেছে কয়েক বছর ধরেই। এরই ধারাবাহিকতায় ‘হারভেস্টআই’ ও ‘টিউবারস্ক্যান’ নামের দুটি প্রযুক্তি উদ্ভাবন করেছে তারা। দুটি প্রযুক্তি ফলন ও গুণগতমান বাড়ানোসহ আলু চাষের অনেক তথ্য জানাবে কৃষককে।

হারভেস্টআই

মাটির নিচে একটি থোকায় কী পরিমাণ আলু আছে, তা সহজেই জানা যাবে এই হারভেস্টআই প্রযুক্তির মাধ্যমে। আর এটা জানা যাবে আলুর ক্ষেত থেকে তোলার অনেক আগেই। বয়স অনুযায়ী আলুর আকৃতি ঠিক আছে কিনা, জানাবে সে তথ্যও। এই প্রযুক্তিতে সমন্বিত (ইন্টিগ্রেটেড) ক্যামেরা ও খুব ভালো মানের কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করা হয়। এসব উপকরণ আলুর যাবতীয় তথ্য সংগ্রহ করতে সহায়তা করে। যেমন, চাষকৃত আলুর বৈচিত্র্য, আলুর মান, আলুর ফলন, ক্ষেতের কোন জায়গায় কেমন ধরনের আলু রয়েছে ইত্যাদি বিষয়ে তথ্য দিয়ে থাকে। এছাড়া এই প্রযুক্তি পণ্যের তথ্য সংগ্রহ করার পর অনলাইন পোর্টালে সেই তথ্য পৌঁছে দেয়। আলুর আকার ও গড়ন অনুযায়ী সেটা আবার বারকোডে প্রদর্শন করে। কৃষককে সর্বোত্তমমানের আলু বাজারজাতকরণে সহায়তা করে এই হারভেস্টআই প্রযুক্তি। গত দুই বছর ধরে বাণিজ্যিকভাবে আলু ও পেঁয়াজ চাষে ব্যবহার হয়ে আসছে হারভেস্টআই প্রযুক্তি। ভবিষতে গাঁজর ও  বিটরুট (গাজর জাতীয় ফসল) চাষে হারভেস্টআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছেন প্রযুক্তিবিদরা।

টিউবারস্ক্যান

টিউবারস্ক্যানে রাডার, জিপিএস (কোন অবস্থানে রয়েছে সেটা নির্দেশ করে) ও ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়। আলু ক্ষেতের মাটির ওপরে ও নিচে কোথায় কি আছে সেটা বুঝতে পারে এই সেন্সর। আলুর মৌসুমে আলু ক্ষেতের যাবতীয় বিষয় দেখভাল করে কৃষককে খুব যথাযথ সিদ্ধান্ত নিতে তথ্য সরবরাহ করে থাকে। টিউবারস্ক্যান নামের এই প্রযুক্তির লক্ষ্যই থাকে আলু ক্ষেতের কম উৎপাদনশীল জায়গাগুলো সনাক্ত করে কৃষককে সাহায্য করা। সেচ, সার ও ছত্রাকনাশক কখন প্রয়োগ করলে সবেচেয়ে বেশি সুফল মিলবে, সেসব তথ্য দিয়েও সহায়তা করে টিউবারস্ক্যান প্রযুক্তি।

সূত্র : ফারমার্স উইকলি

ইউএইচ/কেএ