ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর তোপের মুখে চাকরি হারালেন কালের কণ্ঠের একজন সাংবাদিক।
সোমবার কালের কণ্ঠে প্রকাশিত একটি সংবাদের জেরে এ চাকরিচ্যুতির ঘটনা ঘটে। এছাড়া প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ তিন সাংবাদিককে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।
কালের কণ্ঠের
একাধিক সূত্র জানায়, সোমবার কালের কণ্ঠে প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে মুক্তিযুদ্ধ
মঞ্চের একটি সংবাদ বিজ্ঞপ্তির বক্তব্য ছাপা হয়। বিজ্ঞপ্তিতে বইমেলায় ডাস্টবিনে সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার এবং সেটির ছবি তুলে প্রচারের জন্য শফিকুল আলমের
শাস্তি দাবি করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিয়ে প্রতিবেদন লেখেন কালের কণ্ঠের
নিজস্ব প্রতিবেদক সজিব ঘোষ। প্রতিবেদনটি প্রকাশের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টটি শেয়ার করেন প্রেস
সচিব শফিকুল আলম। তারা ফেসবুক পোস্টে কালের কণ্ঠের প্রতিবেদনটিকে ফ্যাসিস্টদের দোসরদের
কাজ বলে মন্তব্য করেন। পরে বিকেলে সজিব ঘোষকে চাকরিচ্যুত করে কালের কণ্ঠ।
সজিব ঘোষকে
চাকরিচ্যুত করা ছাড়াও আরো তিনজনকে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়। এ তিনজন হলেন-
বার্তা সম্পাদক ফারুক মেহেদী, উপবার্তা সম্পাদক সফেদ ফরাজী ও চিফ রিপোর্টার মেহেদী হাসান।
/এসবি