কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৫ মে ২০২২ ১২:৩১



পর্যটকদের চোখে সেরা ১০ সমুদ্র সৈকত

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৫ মে ২০২২ ১২:৩১

পর্যটকদের চোখে সেরা ১০ সমুদ্র সৈকত

টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জের ‘গ্রেইস বে’ সমুদ্রসৈতক। ছবি : বিচেস ডটকম

‘বিশ্বের সেরা ১০ সমুদ্রসৈকতের’ একটি তালিকা করেছে যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান ট্রিপঅ্যাডভাইজর। তালিকার তিনটি সৈকতের অবস্থান লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। একটি করে সৈকত রয়েছে ভারত, যুক্তরাজ্য, কিউবা, ইতালি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের।

ভ্রমণবিষয়ক প্লাটফর্মটি এ নিয়ে দ্বিতীয়বারের মতো সেরা সৈকতের তালিকা করল। এবারের তালিকার শীর্ষে রয়েছে টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জের গ্রেইস বে’ সমুদ্রসৈতক। এরপর রয়েছে লাতিনের আরেক দেশ কিউবার সমুদ্রসৈতক ‘ভারদেরো’। তালিকার তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার এক্সমাউথের ‘টারকেইস’ সৈকত। ব্রাজিলের মরো দে সাও পাওলোর ‘কারতা প্রাইয়া’ সৈকত রয়েছে তালিকার চতুর্থ স্থানে। এর পরের জায়গাটি পেয়েছে আরুবা অঞ্চলের ‘ঈগল বিচ’।



অস্ট্রেলিয়ার এক্সমাউথের ‘টারকেইস’ সৈকত



তালিকায় এশিয়ার শুধু একটি সৈকতই জায়গা পেয়েছে। ভারতের হ্যাভলক আইসল্যান্ডের ‘রাধানগর বিচ’ নামের সৈকতটি রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিলের ‘বায়া দো সানচো’ এবং যুক্তরাষ্ট্রের ভার্জিন আইসল্যান্ডের ‘ট্রাংক বে’ সৈকত। এরপর আছে ব্রাজিলেরই আরেকটি সৈকত ‘বায়া দোস গলফিনহোস’। সবার শেষে রয়েছে ইতালির লামপেদুসার সমুদ্রসৈকত ‘স্পিয়াগগিয়া দেই কনিগলি’। 

গ্রেইস বে’কে তালিকার শীর্ষে রাখার কারণ হিসেবে ট্রিপঅ্যাডভাইজার লিখেছে, এই সৈকত নিয়ে অন্তত ৭ হাজার ২০০ রিভিউ রয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ রিভিউয়ে পাঁচটি করে বাবল (ফাইভ স্টারের সমতূল্য) রয়েছে। একজন পর্যটক এই সৈকতকে ক্যারাবিয়ানের অংশ ভাবতে পারেন। এটা মনে হওয়া কারণ হলো, ক্যারাবিয়ানের গা ঘেঁষেই এর অবস্থান। যদিও কাগজে-কলমে এটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং ব্রিটেনের মধ্যে পড়েছে।

ইউএইচ/এএল