কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৭ মে ২০২২ ১২:২৯



পি কে হালদারকে ফের তোলা হল আদালতে

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৭ মে ২০২২ ১২:২৯

পি কে হালদারকে ফের তোলা হল আদালতে

বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে পালানোর দুই বছর পর ভারতে ধরা পড়া প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ফের আদালতে তুলেছে দেশটির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে তাকে তোলা হয়। গত শনিবার গ্রেপ্তারের পর মামলার অগ্রগতি সম্পর্কে আদালতকে জানানোর পাশাপাশি পি কে হালদারকে আরও ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছেন তদন্তকারীরা।

পশ্চিমবঙ্গে পি কে এবং তাঁর সহযোগীরা অসংখ্য জমি ও বাড়ির পাশাপাশি মাছের যে ঘেরগুলো দীর্ঘকালীন মেয়াদে ইজারা নিয়েছিলেন, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। পি কে হালদারের সম্পত্তি নিয়ে একটা ধারণা তৈরি করে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইডি।

পি কে হালদার বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে কানাডায় গিয়ে বসবাস করছে বলে গুঞ্জন ছিল। এরমধ্যে গত শুক্রবার হঠাৎই পি কে হালদার ও তার সহযোগীদের অবৈধ সম্পদের খোঁজে পশ্চিমবঙ্গে অভিযানে নামে ইডি। পরদিন তাকে গ্রেপ্তারের খবর পাওয়ার কথা জানায় দুদক।