ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৫ জুন ২০২৪ ০৭:৫২
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুজনকে বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
আজ শনিবার এক বার্তায় ডিএমপি জানায়, ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক মিঠুকে ডিবির ওয়ারী বিভাগে এবং ডিএমপির এসি মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
বদলির আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এসএ/